ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে লণ্ডভণ্ড রাঙামাটি
ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে লণ্ডভণ্ড হয়েছে রাঙামাটি শহর। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে যোগাযোগব্যবস্থা। বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়া এবং বিদ্যুৎ লাইনে গাছ পড়ায় মঙ্গলবার দিনভর বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সময় লাগবে বলছে বিদ্যুৎ অফিস। এছাড়া সড়কে উপড়েপড়া বড় বড় গাছ অপসারণ না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না।
সড়ক জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুছা বলেন, রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশে গাছ উপড়ে পড়ার কারণে যান চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। স্বাভাবিক করতে তারা কাজ করছেন।
এদিকে মোরা’র আঘাতে লাখ লাখ টাকার মৌসুমী ফল নষ্ট হয়েছে। এতে ক্ষতি সম্মুখীন হয়েছেন বাগানীরা। এছাড়ায় কাপ্তাই হ্রদের নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন