আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০১৭, ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দিনমুজুর আব্দুল করিম মিয়ার বাড়ির পাশে একটি খড়ের গাদার নিচ থেকে মঙ্গলবার সকালে ওই মাদক উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সকালে করিম মিয়া তার বাড়ির পাশে খড়ের গাদার নিচে কয়েকটি ব্যাগ ও একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তা ভর্তি মাদক উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাদক চোরাকারবারীরা পাচারের উদ্দেশ্যে মাদকগুলো নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টেয় পেয়ে ওই বাড়ির খড়ের গাদার নিচে লুকিয়ে রাখে বলে ওসির ধারণা।

(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :