রূপগঞ্জে উলফার ব্যবহৃত এলএমজি উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০১৭, ২১:১৬| আপডেট : ৩০ মে ২০১৭, ২১:২৫
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা ও জঙ্গি সংগঠন জেএমবির ব্যবহৃত এলএমজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের সময় তা বহনকারী শরীফ মিয়া নামে এক যুবক পালিয়ে যান। শরীফ ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বাগলা এলাকার শরীফ মিয়ার বাড়িতে ভারী অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ একদল পুলিশ সদস্য বাগলা এলাকার শরীফ মিয়ার বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে শরীফ মিয়া পালিয়ে যান। পরে পুলিশ তার বাড়ি থেকে এলএমজিটি উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফা ও বাংলাদেশের জেএমবি সদস্যরা এ ধরনের ভারী অস্ত্র ব্যবহার করে থাকে। শরীফ মিয়াকে আটক করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে। আমরা শরীফকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’ এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাবতাম সিনেমা মুক্তির পর ফারুকী ভাই দেশে থাকবেন কীভাবে?
ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে
‘হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি’
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি, জায়গা হলো যাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা