সুন্দরগঞ্জে নাশকতা মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ নাশকতা মামলায় আব্দুল গফুর ওরফে মোজা মিয়া নামে জামায়াতে ইসলামির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জিয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোজা মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোজা মিয়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের মৃত আরিফ উদ্দীনের ছেলে। তিনি জামায়াতের সক্রীয় কর্মী।
বিষয়টি নিশ্চত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, নাশকতা মামলায় আদালতের জারিকৃত পরোয়ানায় মোজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন