ঝড়ের মধ্যে টেকনাফে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০১৭, ২২:৩৭| আপডেট : ৩০ মে ২০১৭, ২৩:২৪
অ- অ+

কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফে এ যাবৎ কালের সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করেছে বলে জানিয়েছে। এ চালানে রয়েছে ১৩ লাখ ইয়াবা।

আজ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় চলার সময় অভিযান চালিয়ে সাবরাং বাহারছড়া নয়াঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

তবে ইয়াবার চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। এসময় তাদের থামাতে কোস্টগার্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখ।

তিনি ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে প্রবেশ করবে- এমন খবর পেয়ে তিনি একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তা উদ্ধার করা হয়। ওইসব বস্তায় পাওয়া যায় ১৩ লাখ ইয়াবা।

এটি কোস্টগার্ডের উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানান তিনি। লে. নুরুজ্জামান শেখ আরও জানান, উদ্ধারকৃত ইয়াবগুলোর মূল্য প্রায় প্রায় ৬৫ কোটি টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জমা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা