ইপিএস বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের

প্রকাশ | ৩১ মে ২০১৭, ১১:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই ২০১৬ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা, গত বছর যার পরিমাণ ছিল ৬৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৫ পয়সা বা ২২ দশমিক ০৫ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৩৭ পয়সা।

ঢাকাটাইমস/৩১মে/ওয়াইএ/এমআর