নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ১৩:৪১
অ- অ+

নিখোঁজের তিন দিন পর নরসিংদীতে সৈয়দ সারোয়ার জাহান জুয়েল নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবপুর উপজেলার কোদালকাটা গ্রামের মিলনের মুরগির ফার্মের ময়লার গর্ত থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, জুয়েলের স্ত্রী ফেরদৌসি বেগম রাত ৮টার দিকে খবর দেয় কোদালকাটা মিলনের মুরগির ফার্মের পেছনে ময়লার গর্তের পানিতে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী বস্তাটি উঠিয়ে খুলে সৈয়দ সারোয়ার জাহান জুয়েলের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সৈয়দ সারোয়ার জাহান জুয়েল ছোটাবন্দ গ্রামের মৃত সৈয়দ রবিকুল ইসলামের পুত্র।

এ বিষয়ে নিহত জুয়েলের স্বজনদের নির্দেশনামত মঙ্গলবার রাতেই কোদালকাটা গ্রামের আব্দুল কাদির মেম্বার, তার মেয়ের জামাই নরসিংদী শহরের ভেলানগর গ্রামের লিটন এবং ছোটাবন্দ গ্রামের আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেছেন।

নিহত জুয়েল বিগত ২৭ মে রাত ৮টার দিকে বাড়ি থেকে কয়েল আনতে পাশের নৌকাঘাটা বাজারে যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়।

জুয়েলের নিখোঁজের বিষয়ে তার চাচা সাইফুল ইসলাম হেমিক শিবপুর থানায় একটি জিডি করেছিলেন।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা