পেট্রোলিয়াম করপোরেশনের সচিব হলেন হাসান
দুই উপসচিবের দপ্তর বদল হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুমেরি জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব কাজী মোহাম্মদ হাসানের চাকরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিবকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১মে/এমএম)
মন্তব্য করুন