শরীয়তপুরে বাস খাদে, আহত ২০
জেলার ডামুড্যা উপজেলার তিলয় গ্রামে একটি বাস খাদে পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর-শরীয়তপুর-মাদারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসটিতে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক ডামুড্যা হাসপাতাল ও সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দীদার পরিবহন নামে একটি বাস প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিল। ডামুড্যা উপজেলার তিলয় এলাকায় এসে বাসটি বেপরোয়াভাবে চালানোর কারণে খাদে পড়ে যায়। এসময় যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন