কুমিল্লায় লরিচাপায় কাস্টমস কর্মকর্তা নিহত
কুমিল্লায় লরির চাপায় এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম (৫৬)।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের হাজী আব্দুল গণির ছেলে। তিনি কুমিল্লা কাস্টমস অফিসের চান্দিনা সার্কেলে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট উপপরিদর্শক মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকাটাইমসকে বলেন, কাস্টমস কর্মকর্তা সিরাজুল ইসলাম বুধবার নিজের কর্মস্থল চান্দিনা-বাগুর বাস স্টেশন আসার পর রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি লং ভ্যাহিকল লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন