গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ১৯:৫৯
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্ল্যাপুরে পৃর্থক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে ঢাকা-রংপুর মহাসড়ক পারা পারের সময় রিমন মিয়া (১১) নামে এক বালক নিহত হয়েছে।

নিহত রিমন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের ভোলা মিয়ার ছেলে বলে জানা গেছে।

অপর দিকে, বুধবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা কাচারি বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় হাওয়া খাতুন (৯) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

নিহত হাওয়া খাতুন পার্শ্ববর্তী ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের হাসমত আলীর মেয়ে এবং হাওয়া খাতুন নলডাঙ্গা কাচারী বাজার সংলগ্ন নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার সময় কাচারি বাজার মোড়ে যানজট দেখে সে পার্শ্ববর্তী একটি বন্ধ দোকানের বারান্দায় গিয়ে ওঠে। এসময় বামনডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বারান্দায় গিয়ে মেয়েটিকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনার পর এলাকাবাসী পিকআপ ভ্যানটি আটকায়। একপর্যায়ে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিকে আগুন লাগিয়ে দেয় এবং ড্রাইভারকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা