তাহিরপুরে ‘গাঁজাসেবীর’ ছয় মাসের জেল
তাহিরপুরে ১৪ পুড়িয়া গাঁজাসহ আটক এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম শাহ জামাল (৩০)। তিনি গাঁজাসেবী বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত শাহ জামাল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
তাহিরপুর থানার সহকারী উপপরিদর্শক পরিমল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজামালকে বুধবার সকালে মানিগাঁও বাজার থেকে ১৪পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ছয় মাসের জেল দেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্র্তা নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন