চাঁদপুরে সড়কে গেল নারী পোশাক শ্রমিকের প্রাণ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে পিকআপের ধাক্কায় আমেনা বেগম নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে বাবুরহাট বিসিক আশিকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপ ও এর চালককে আটক করেছে স্থানীয়রা।
পুলিশ ও নিহত আমেনার বাবা সুরুজ মিয়া জানান, বাবুরহাট বিসিক শিল্পনগরীর একটি পোশাক কারখানায় কাজ করতেন আমেনা। গতকাল রাতে কারখানা থেকে বাসায় আসার সময় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
আমেনার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মইশাল মুড়া গ্রামে। বিয়ের পর স্বামী মারা যাওয়ায় তিনি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক বিপ্লব মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। আটক করা পিকআপটি আশিকাঠি ইউপি চেয়ারম্যান দেলোয়ার মাস্টারের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন