বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে পর্য্কটকবাহী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার তালুকদার নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন শহীদ সিকদার নামে আরও একজন।
বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের মোরেলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত শহীদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দেলোয়ার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে। আহত শহীদ সিকদারের বাড়ি পূর্ব আমতলি গ্রামে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, ঢাকা থেকে শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা পর্যটকবাহী একটি পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দেলোয়ার মারা যান। আহত শহীদকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন