বনানী ধর্ষণ: দেরিতে পরীক্ষায় ‘আলামত মেলেনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০১৭, ১৮:৩৮ | প্রকাশিত : ০১ জুন ২০১৭, ১৪:০৬

বনানীর হোটেল রেইনট্রি নিয়ে দুই তরুণীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। শারীরিক পরীক্ষার ২৫ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘ওই দুই তরুণীর মেডিকেল পরীক্ষা দেরিতে করানোয় স্পামে বীর্যের অস্তিত্ব মেলেনি’।

বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে দুই তরুণীর ফরেনসিক টেস্টের প্রতিবেদন হস্তাস্তরের সময় তিনি এসব তথ্য জানান।

গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর ৬মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণী।

মামলাটিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদকে এক নম্বর আসামি করা হয়। বাকি আসামিরা হলেন সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী রহমত আলী। এরপর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে মামলার সব আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।

ধর্ষণের ঘটনার পর গত ৭মে ঢাকা মেডিকেলে দুই তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাদের মাইক্রোবায়োলজি, রেডিওলজি এবং ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ২৫ দিন পর পুলিশের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়।

ঢাকাটাইমস/১জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :