অপশক্তির বিরুদ্ধে অপর্ণা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০১৭, ১৪:৪৯

এসএ টিভি’র ধারাবাহিক নাটক ‘মন ছুঁয়েছে মন’। নাটকটি চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মানিক মানবিক। অভিনয় করেছেন অর্পনা ঘোষ, শাহেদ শরীফ, নিমা রহমান,প্রাণ রায়, শানারেই দেবী, কাজী নওশাবা, সাবেরী আলম, মামুন অপু, মনা সিদ্দিক, কেয়া চৌধুরী প্রমুখ। নাটকটি এসএ টেলিভিশনে ০২ জুন শুক্রবার রাত ৯.২০ মিনিটে প্রচার হবে।

গল্পে দেখা যায়, শিক্ষিত, স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী, প্রতিবাদী, সুন্দরী এক তরুণী জয়িতা। যে ভাঙ্গবে তবু মচকাবে না। পিতৃহীন সংসারে মা সেলিনা এবং ছোটবোন জায়রাকে নিয়ে তার বসবাস। সদ্য পড়াশোনা শেষ করে জয়িতা একটি বইয়ের দোকানে চাকরী করে। আভিজাত্য না থাকলেও অভাব নেই সংসারে। সুন্দর চলে যাচ্ছিল তাদের দিন। কিন্তু হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল ওদের বাড়ীটি দখল করার পায়তারা শুরু করে। নানা ভাবে হুমকী ধামকী দিয়ে তটস্থ করতে চায় ওদের। রুখে দাড়ায় জয়িতা। পণ করে আইনের মাধ্যমেই এই সব বেআইনী কাজের সমুচিত জবাব দেবে সে। কিন্তু প্রভাবশালী মহল এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেয়না থানা, মামলা নিতে চায়না উকিল। পাশে দাড়ানোর সাহস কারো না কেউ। উল্টো জয়িতাকে সবাই সাবধান করে, ওদের বিরুদ্ধে না যাবার। তবে জয়িতা অন্য ধাতের মেয়ে, প্রয়োজনে একাই লড়ে যাবে এই অপশক্তির বিরুদ্ধে। কিন্তু বাস্তবতা ভিন্ন। একদিন প্রভাবশালী গ্রুপের পেটোয়া বাহিনী এসে বল প্রয়োগ করে। ওদের উচ্ছেদ করতে চায় সমূলে। জয়িতা প্রতিবাদ করলেও পেশী শক্তির সামনে অসহায় হয়ে পড়ে। সহসা এগিয়ে আসে জাভেদ নামের এক তরুণ। পেটোয়া বাহিনীকে একাই পিটিয়ে তাড়ায় সে। পাশে এসে দাড়ায় জয়িতা পরিবারের। আশ্বস্ত করে আর কোন সমস্যা হবে না তাদের। আপাত স্বস্তি নেমে আসে জয়িতা পরিবারে। জাভেদের প্রতি কৃতজ্ঞ হয়ে যায় ওরা। জয়িতা পরিবারে জাভেদের যাতায়াত বেড়ে যায়। মূলত জয়িতার প্রতি আগ্রহই জাভেদকে এই বাড়ীমুখী করেছে। কিন্তু গল্পের পেছনেও গল্প থাকে। ----- এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প মন ছয়েছে মন।

ঢাকাটাইমস/০১জুন/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :