বজ্রপাতে জামাই-শ্বশুরের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ১৯:৩৪
অ- অ+

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নুর মোহাম্মদ ও তার জামাই চরফলকন এলাকার বাসিন্দা মো. মহিন উদ্দিন।

আহতরা হলেন- চরজাঙ্গালীয়া এলাকার মো. মানিক ও মো. মমিন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম জানান, বিকাল ৫টার দিকে নুর মোহাম্মদ জামাই মহিনসহ দুই শ্রমিককে নিয়ে ওই ইউনিয়নের সাতদরুন এলাকা থেকে একটি টিনের চালা নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ওই টিনের চালার উপর বজ্রপাত ঘটলে নুর মোহাম্মদ ও মহিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই শ্রমিক মানিক ও মমিন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
কাকরাইলে র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫
একাত্তরকে ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা