ইবিতে পাগলা কুকুর নিধন

প্রকাশ | ০১ জুন ২০১৭, ২০:২০

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাগলা কুকুর নিধন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার সহায়তায় এ কুকুর নিধন চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৫টি পাগলা কুকুর নিধন করা হয়।

সম্প্রতি ক্যাম্পাসে কুকুরের উপদ্রব ব্যাপক আকার ধারণ করেছে। কুকুরের ধাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সবসময় আতঙ্কে থাকেন। কয়েক মাস ধরে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কুকুর নিধন অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ইনজেকশনের মাধ্যমে ১৫টি কুকুর নিধন করা হয়েছে। কুকুর নিধনে ঝিনাইদহ পৌরসভার পাঁচজনের একটি কুকুর নিধন টিম সহযোগিতা করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে কেবলমাত্র পাগলা ও জলাতঙ্কে আক্রান্ত কুকুর নিধন করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, গত কয়েক মাসে ক্যাম্পাসে পাগলা কুকুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছিল। শিক্ষার্থীদের একাধিক অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাগলা কুকুর নিধন কার্যক্রম চালিয়েছে।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)