এসএসসিতে মেধাবী শিক্ষার্থীদের ফরিদপুর জেলা প্রশাসনের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২১:২৬

ফরিদপুর জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের মাঝে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ১৭ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের বিশেষ সন্মাননা মেডেল, জিপিএ-৫ (গোল্ডেন) মোট ৬ শিক্ষার্ধী প্রত্যেককে ৪,৫০০ টাকার প্রাইজবন্ড এবং জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১ শিক্ষার্থীর প্রত্যেককে ৩০০০ টাকার প্রাইজবন্ড তুলে দেন।

জেলা প্রশাসন ও ফরিদপুর কালেক্টরেট ক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতি. জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এনডিসি পারভেজ মল্লিক, কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন কাব্য করনিকা, আফসানা রহমান তুলি।

এছাড়া কালেক্টরেট ক্লাবের সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসনে নবনিযুক্ত ৩৭ জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন।

(ঢাকাটাইমস/১জুন/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :