বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- সাথী খাতুন (১১) ও তানজিলা খাতুন (৬)।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গড়মাটি সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাথী গড়মাটি গ্রামের শরীয়তুল্লাহর এবং তানজিলা আজম আলীর মেয়ে। তারা দুজনে সম্পর্কে আপন চাচাতো বোন এবং গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির ছাত্রী।
গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, বৃহস্পতিবার দুপুরে তারা দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় পরেও ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে গিয়ে পুকুরে তাদের ভাসমান লাশ ভাসতে দেখেন। পরে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ গোটা গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন