সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রামে পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের শিতলাইয়ের পুকুরে গোসল করতে গিয়ে শিশুরা এ মূর্তিটি দেখতে পায়।
তাড়াশ থানার উপ-পরিদর্শক আনন্দ কুমার জানান, বিকালে দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের শিতলাই বিল এলাকার একটি পুকুরে গোসল করার সময় স্থানীয় শিশুরা একটি মূর্তি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় আনে। মূর্তিটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর রহমান জানান, উদ্ধার বিসনু মূর্তিটি পরীক্ষার জন্য সরকারি দপ্তরে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন