পাবনায় একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২৩:১৮
অ- অ+

পাবনা শহরের মাসুম বাজার এলাকায় মোল্লা মাসুদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মোল্লা মাসুদ পাবনা পৌর সদরের মাসুম বাজার মহল্লার জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মোল্লা মাসুদকে প্রতিপক্ষ দলের কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি রাজ্জাক আরো জানান, নিহত মোল্লা মাসুদের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে কয়েকটি মামলা রয়েছে। এর আগে র‌্যাবের হাতে মোল্লা মাসুদ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
সুন্দরবনে জেলের জালে বিশাল জাবা ভোলা, ৩ লাখে বিক্রি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা