নারায়ণগঞ্জে ৬২ রাইফেল, রকেট লঞ্চার ও গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০১৭, ১২:৩৫ | প্রকাশিত : ০২ জুন ২০১৭, ০৮:৪৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৬২টি রাইফেল, দুটি রকেট লঞ্চার, ডেটোনেটর ও বিপুল গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএনসি) ফারুক হোসেন অভিযানে এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে পূর্বাচল উপহরের ৫ নম্বর সেক্টরে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৬২টি এম সিক্সটিন রাইফেল, দুটি রকেট লঞ্চার, ডেটোনেটর ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এখনো আমাদের অভিযান চলছে। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শরিফুল নামের একজনকে আটক করা হয়। ওই সময় তার কাছে একটি এসএমজি উদ্ধার করা হয়। পরে তার দেয়ো তথ্য অনুযায়ী রাতে পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।

আটক তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানানো না হলেও অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :