ঝিনাইদহে সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ
ঝিনাইদহে নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের উপ-শহর পাড়ার খাইরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আনোয়ারা বেগম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বুধবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সকালে পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংকে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পারুলা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন