পাঁচ নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া- চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশনের পর ওই মামলার ঘটনায় পাঁচ নব্য জেএমবি জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, চুয়াডাঙ্গা খালপাড়া এলাকার মো. আব্দুল লতিফ, চুয়াডাঙ্গা মাছপাড়ার সাহেব আলী, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মো. শাহিনুজ্জামান ওরফে শাহিন, পোড়াহাটি মসজিদপাড়া মো. আল আমিন ইসলাম এবং গয়েশপুর মাস্টারপাড়ার কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, ঝিনাইদহ জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা, পোড়াহাটি গ্রাম ও ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, উল্লেখিত আসামিরা জঙ্গি সংগঠন জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ জঙ্গিবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন সামরিক ও এক্সপ্লোসিভ প্রশিক্ষণপ্রাপ্ত। আসামিরা গত ৭ মে ঝিনাইদহ বজ্রপুর জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ, তুহিন ও পলাতক আসামি লিমনের ঘনিষ্ঠ সহযোগী।
গ্রেপ্তারদের উল্লেখিত মামলায় ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন