মে মাসে সেরা প্রতিনিধি গফরগাঁওয়ের আজহার
ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিনিধিদের মধ্যে গফরগাঁওয়ের (ময়মনসিংহ) আজহারুল হক মে মাসের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন ঢাকাটাইমসের অফিসে এই ঘোষণা দেন। একই সঙ্গে তাকে অভিনন্দন জানান সম্পাদক।
সেরা প্রতিনিধির পুরস্কার হিসেবে আজহারুল হক পাচ্ছেন কক্সবাজারের ‘হোটেল কক্স-টুডে’তে থাকার জন্য বিশেষ কুপন। ঈদের পর ঢাকাটাইমস অফিস থেকে এই কুপন সংগ্রহ করা যাবে।
সম্পাদক আরো জানান, এখন থেকে সারাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে নিয়মিত প্রতি মাসে একজনকে সেরা প্রতিনিধি নির্বাচন করা হবে।
মে মাসের সেরা প্রতিবেদক আজহারুল হক বেশ কটি ভালো প্রতিবেদন করেন। বিশেষ করে ২৫ মে প্রকাশিত তার ‘বঙ্গবন্ধুর আদরের এমপির মানবেতর জীবনযাপন’ প্রতিবেদনটি বিপুল আলোড়ন তোলে। এই প্রতিবেদনের লিঙ্ক:
www.dhakatimes24.com/2017/05/25/34049/
(ঢাকাটাইমস/২জুন/এলএ/মোআ)
মন্তব্য করুন