ফরিদপুরে কাভার্ডভ্যান-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১
ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় কাভার্ডভ্যান ও মাহেন্দ্রের সংঘর্ষে চঞ্চল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত মাহেন্দ্র যাত্রী।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি মানিকগঞ্জ জেলার দিঘি ইউনিয়নের দাউটিয়া গ্রামে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ফরিদপুরগামী সোনারগাঁও ট্রান্সপোর্টের একটি কাভার্টভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে সাত মাহেন্দ্র যাত্রী। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছিল।
নিহতের ভাই মাহন্দ্রে যাত্রী জানান, মাহেন্দ্রের চালক ঘুমের মধ্যে ছিল এ সময় ঘটনাস্থলে এসে লড়ির সাথে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমার ভাই নিহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই।
(ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন