টেকনাফে দুই লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০১৭, ২০:৪৯
অ- অ+
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত চারটার দিকে নাফনদীর ৪ ও ৫ নং স্লুইস গেইট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন,

ভোররাতে ব্যাটলিয়ানের একটি বিশেষ দল নাফনদীর ৪ ও ৫ নং স্লুইস গেইট এলাকা থেকে একটি বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

মালিকবিহীন উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২জুন/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র চর্চার আহ্বান তারেক রহমানের
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা