টেকনাফে দুই লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০১৭, ২০:৪৯
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত চারটার দিকে নাফনদীর ৪ ও ৫ নং স্লুইস গেইট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, ভোররাতে ব্যাটলিয়ানের একটি বিশেষ দল নাফনদীর ৪ ও ৫ নং স্লুইস গেইট এলাকা থেকে একটি বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

মালিকবিহীন উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০২জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :