নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন নেতা ছাত্রলীগ থেকে বহিষ্কার

কনবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১১:২২| আপডেট : ০৩ জুন ২০১৭, ১১:২৬
অ- অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজ রাজ্জাক অনিককে বহিষ্কার করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে রাব্বি মোরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন মণ্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, যারা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে ছাত্রলীগ তাদের কখনো প্রশ্রয় দেয় না।

(ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা