পাহাড়িদের বাড়িঘরে আগুন: দায়ীদের গ্রেপ্তার দাবি বিএনপির

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১৬:০৫

রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে নিহত যুবলীগ নেতার হত্যার ঘটনারও তদন্ত দাবি করেছেন তিনি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এ দাবি জানান।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার চার মাইল এলাকায় লংগদু উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এর প্রতিবাদে শুক্রবার সকালে যুবলীগের নেতাকর্মীরা টিনটিলায় নুরুল ইসলামের হত্যার প্রতিবাদে সমাবেশের প্রস্তুতি নেয়। এর কিছুক্ষণ পরই পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় দুইশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে উত্তেজনাকর পরিস্থিতির কারণে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ফখরুল বলেন, ‘যুবলীগের একজন নেতার মরদেহ উদ্ধার করার পর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা যুবলীগ নেতার মৃত্যুর ঘটনা তদন্তের দাবি করছি এবং অগ্নিসংযোগের ঘটনাও তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

পাহাড়িরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও বাঙালিরা সবাই মিলে অগ্নিসংযোগ করেছে- এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘কার কথা বিশ্বাস করবেন। আপনারাও নিজেরা তদন্ত করে দেখুন। কারণ যুবলীগ নেতার মরদেহ পাওয়া যাওয়ার পর এই ঘটনা ঘটলো, সেখানে বিএনপির কি করার আছে।’

সংবাদ সম্মেলনে গতকাল কেরাণীগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে হামলার ব্যাপারেও কথা বলেন ফখরুল। তিনি অভিযোগ করে বলেন, কেরাণীগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ইফতারে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে প্রায় শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন।

বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নয়, এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আয়নাল, লেচু ওরফে লেচ্ছা ও জাহের আলীসহ একদল স্বশস্ত্র সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতি বিএনপির ইফতারে হামলা চালায়।’

ফখরুল বলেন, এই ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।’

বিএনপি মহাসচিব বলেন, “আমানউল্লাহ আমান একজন প্রতিথযশা রাজনীতিবিদ। ছিলেন ডাকসুর ভিপি। তার বাড়িতে আক্রমণ হয়েছে। এই থেকে বোঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়। আমরা মনে করি, সরকার ও সরকারি দলের এহেন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এই থেকে প্রমাণিত হচ্ছে, দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।’

জনবিচ্ছিন্ন হয়েই সরকার হামলা-আক্রমণের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, আহমদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাম্মী আখতার প্রমুখ।

ঢাকাটাইমস/০৩জুন/বিইউ/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :