ফেসবুক পোস্ট নিয়ে হামলা, গ্রেপ্তার ৫

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১৭:৩৮

ময়মনসিংহে একটি সরকারি কলেজের স্থগিত কমিটির ছাত্রলীগ সভাপতির ফেসবুকে ওয়ালে পোস্ট দেয়া নিয়ে র ওপর হামলা, প্রধানমন্ত্রীর ছবি ও যুবলীগ আহবায়কের কার্যালয় ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।

থানা পুলিশ এ অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া জেলার মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রকিবুল ইসলাম রকিবকে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে শহরের টানবাজার এলাকায় উপজেলা যুবলীগ আহবায়ক ও রকিবুলের দুলাভাই জাহাঙ্গীর আলমেরৃ কার্যালয়ে এঘটনা ঘটে ।

ঘটনার প্রতিবাদে গভীর রাতে ছাত্রলীগের একাংশ শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তোলেন

এব্যাপারে আহত রকিবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার মুক্তাগাছা থানায় মামলা করেন ।

মামলায় রকিুবল অভিযোগ করেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে ১০ জন এবং অজ্ঞাত আরো ১০-১২জন এঘটনা ঘটিয়েছে ।

থানা পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে নাজমুল ইসলাম, কালা চান, মোশাররফ, আলআমীন ও হৃদয় নামের ৫ জনকে গ্রেপ্তার করে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গ্রেপ্তারদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এলএ)ু

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :