টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক দুই

প্রকাশ | ০৩ জুন ২০১৭, ১৭:৪৮

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারটি রামদা, একটি ডেগার ও একটি গাছ কাটার করাতসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে বাসাইল-সখীপুর সড়কের বাসুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সুলতানপুর বারইপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে শরিফুল মিয়া (২৫) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ছেছুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে সুজাউল (২৮)।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান জানান, ঢাকার আশুলিয়া থেকে দেশের বিভিন্নস্থানে আটকরা ডাকাতি করে বেড়ায়। এরই ধারাবাহিকতায় উপজেলার বাসুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে  ছয়  জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা দায়ের করেছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)