সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরীর প্রতাবনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সিদ্দিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে একটি শিপইয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন শিপইয়ার্ডে দীর্ঘদিন থেকে কাজ করছিলেন আবু সিদ্দিক। আজ সকালে শিপইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আবু সিদ্দিক পটুয়াখালী জেলার সদর উপজেলার চারদরদী গ্রামের আব্দুল হক কল্যানের ছেলে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন