গণবিরোধী সরকার বিতাড়নের দায়িত্ব বিএনপির একার নয়: খালেদা

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১৯:৫৯

নিরপেক্ষ নির্বাচন না হলে সেই নির্বাচনে জনগণ অংশ নেবে না জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সরকার গণবিরোধী। সেজন্য তাদের বিতাড়িত করা বিএনপির একার দায়িত্ব নয়। সবাইকে এই দায়িত্ব নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটাতে হবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি’ হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতারে খালেদা জিয়া এসব কথা বলেন।

ইফতারে সরকারের আবদারে কান না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান খালেদা। বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকার যা কিছু আবদার করবে তা না শুনে জনগণের মতামত নেবেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।’

বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি আছে কি না, জনগণের সঙ্গে সম্পর্ক আছে কি না।’

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী পেশ করা প্রস্তাবিত বাজেট নিয়েও কথা বলেন খালেদা। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বাজেটে দুর্নীতির সুযোগ রয়েছে। জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ তারা (সরকার) জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য জনগণের কষ্ট তাদের চোখে পড়ে না। তাই দেশে জনগণের সরকার প্রয়োজন, যারা জনকল্যাণে কাজ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’

দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিএনপি ভিশন দিয়েছে জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভিশন বাস্তবায়ন হলে বাংলাদেশে সমস্যা থাকবে না। দ্রুত উন্নতি করতে পারবে। দুর্নীতি দূর হবে।’

দেশে দুর্নীতি চেপে বসেছে, সম্পদ পাচার হচ্ছে এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতি ও দেশের সম্পদ পাচারের সঙ্গে সরকারের লোকেরা জড়িত। সেজন্য এদের ধরা হয় না। অথচ বিএনপির নেতাকর্মীদের কেউ কিছু না করলেও তাদের মিথ্যা মামলায় কারাগারে নেয়া হয়। দুদককে ব্যবহার করে মামলা দিয়ে জুলুম নির্যাতন করা হয়।’

ইফতার মাহফিলে আরও অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক এম এ মান্নান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, কবির মুরাদ, আমান উল্লাহ আমান, ড. সুকোমল বড়ুয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেইন, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকাটাইমস/০৩জুন/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :