মসজিদ নির্মাণকাজে শ্রমিকের ভূমিকায় পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ২১:৪৮

সরকারের অন্যতম জনপ্রিয় চরিত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার আলোচনায় এলেন মসজিদ নির্মাণের কাজে শ্রমিকের মত অংশগ্রহণ করে। শ্রমিকদের সঙ্গে মসজিদ নির্মাণের টুকরি মাথায় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার সকালে চলনবিল সিংড়া উপজেলায় একটি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন করেই দায়িত্ব শেষ করেননি পলক, হাত বাড়িয়েছেন নির্মাণযজ্ঞেও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক নির্মাণ শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি মাথায় ছাদ ঢালাইয়ের কড়াই ভর্তি মশলা নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। পরে মশলা ঢেলে মসজিদটির ছাদ ঢালাই কাজেরও সূচনা করেন।

জানা যায়, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা সিংড়ার তাজপুর ইউনিয়নে একটি মসজিদ নির্মাণ করার দীর্ঘদিনের দাবি ছিল নিলামপুর গ্রামবাসীর। অবশেষে ‘নিলামপুর জামে মসজিদটি’ নামে এই মসজিদ নির্মাণ করে গ্রামবাসীর চাওয়া পূরণ করতে চলেছেন তিনি।

এ উদ্বোধনী অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে পোস্ট দিয়ে একটি স্ট্যাটাসও দেন পলক। পোস্টের নিচে অনেকেই তার এমন কাজের প্রশংসা করেছেন।

কমেন্টে অনেকেই বলেছেন, বাংলাদেশের সব এমপি-মন্ত্রীরা যদি এমন হতো, তাহলে দেশটা আরও সুন্দর হতো।

প্রতিমন্ত্রী পলক এর আগে একবার রিকশা চালিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। আরেকবার তার রান্না করার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

তরুণ এই প্রতিমন্ত্রী সরকারের মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠ সদস্য। অন্যদের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ তৎপর। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নানা জরুরি তথ্য সরবরাহের আমলাতান্ত্রিক জটিলতাও তিনি ফেসবুক ব্যবহার করে দূর করেছেন।

সম্প্রতি নিজ এলাকার একটি স্কুলের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে ইট ও সুরকি নিম্নমান দেখতে পেয়ে তাৎক্ষণিকভাব মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার এই কাজটিও বেশ প্রশংসা কুড়ায়।

(ঢাকাটাইমস/০৩জুন/ইএস/এসএএফ/)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :