রাজশাহী জেলা পরিষদে নতুন নির্বাহীর যোগদান
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ইসমাইল হোসেন। এর আগে তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার সকালে তিনি রাজশাহী জেলা পরিষদে যোগদান করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
কয়েক মাস আগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুজিবুর রহমান বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। অবশেষে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন ইসমাইল হোসেন।
তাকে অভিনন্দন জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদানে পরিষদের কাজে আরও বেশি গতি আসবে। জেলার উন্নয়নের স্বার্থে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতাও কামনা করেন।
(ঢাকাটাইমস/০৪জুন/আরআর/জেবি)
মন্তব্য করুন