রাজশাহী জেলা পরিষদে নতুন নির্বাহীর যোগদান

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৬:২৮
অ- অ+

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন ইসমাইল হোসেন। এর আগে তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার সকালে তিনি রাজশাহী জেলা পরিষদে যোগদান করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপ-পরিচালক ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

কয়েক মাস আগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুজিবুর রহমান বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। অবশেষে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন ইসমাইল হোসেন।

তাকে অভিনন্দন জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদানে পরিষদের কাজে আরও বেশি গতি আসবে। জেলার উন্নয়নের স্বার্থে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতাও কামনা করেন।

(ঢাকাটাইমস/০৪জুন/আরআর/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা