বরগুনায় ৮৬ হিজড়াকে ৫০ দিনের প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৬:৪৯
অ- অ+

বরগুনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম।

জেলা সমাজসেবার উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন মিরাজ প্রমুখ।

বরগুনা জেলা সমাজসেবা এর আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরগুনায় ৮৬ জন হিজড়াকে সমাজসেবা অধিদপ্তর সামাজিক আচার-আচরণ, বিউটিশিয়ান, সেলাই, হাঁস-মুরগী, মৎস্য ও পশু পালনের ওপরে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে হিজড়াদের মাঝে প্রশিক্ষণকালীন সনদ প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা