ইফতারের ১১ মিনিট আগে আজান

বিটিভির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা নাকচ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:৩২ | প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৬:৫৫

সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে ইফতারের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই মাগরিবের আজান প্রচার করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আমলে নেয়নি আদালত।

বুধবার আইনজীবী এনামুল হক খান শিশির ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন। তবে শুনানি শেষে হাকিম আবু সাঈদ আবেদনটে খারিজ করে দেন।

আদালতের আদেশে বলা হয়, ‘আগে কিংবা পরে আজান প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কোন বিষয় প্রকাশ পায় না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের অবহেলা থাকতে পারে। সেজন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এনামুল হক মামলায় বিটিভি চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠককে আসামি করার আবেদন করেছিলেন তার মামলার আবেদনে। এতে বলা হয়, মামলার বাদী গত শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী অনুষ্ঠান সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে বাদী ও তার পরিবার ইফতার শুরু করে ফেলেন এবং পরে ঘড়ি দেখে বিহ্বল হয়ে পড়েন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শনিবার ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট।

মামলার আবেদনে বলা হয়, মুসলিম প্রধান দেশে বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে এবং ভুল সময়ে আজান দিয়ে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে। নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচার হওয়ায় বাদীর মত চরম বিপাকে পড়েন দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদা। অনেকে ইফতার করে ফেলেন।

এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে বলেও মামলার আবেদনে বলা হয়।

ঢাকাটাইমস/০৪জুন/আরজেড/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :