মদনে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু
নেত্রকোণার মদন উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম খোকন মিয়া(৫০)।
রবিবার সকাল সোয়া ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খোকন মিয়া মারা যান বলে জানান তার ভাই গেনু মিয়া ।
নিহত খোকন মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের বাসিন্দা।
মদর মিয়ার ভাই গেনু মিয়া জানান, শনিবার সন্ধ্যার দিকে গ্রামের সামনের দুল্লার হাওড় থেকে বাড়িতে ফিরছিলেন খোকন মিয়া। এ সময় পথে বজ্রপাতে আহত হন তিনি। দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কদ্দুছ জানান, হাসপাতালে আনার সাথে সাথে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন