চাঁপাইনবাবগঞ্জে হলো দশহারা গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৮:০২
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে, হিন্দু সম্প্রদায়ের জাহ্নুমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোর থেকে দিনব্যাপী চলা এ উৎসবে সনাতন ধর্মের সকল বয়সের নারী-পুরুষ পাপ মোচনের আশায় এতে অংশগ্রহণ করেন।

স্থানীয় সার্বজনীন পূজা কমিটি ও তীর্থ যাত্রীরা জানান, ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলীদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এই পূণ্যগঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা প্রতি বছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করে থাকেন। এটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন তীর্থস্থান হওয়ায় রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়াসহ প্রায় জেলা থেকে এখানে লোক সমাগম হয়। যা এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। পৌরাণিক যুগ থেকে এখানে এই উৎসব চলে আসছে বলে তারা জানান।

এদিকে, এ স্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের রাজবাড়ি মাঠে বসেছে মেলা। মেলায় রয়েছে বিভিন্ন প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, খাবার দোকান।

এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা