ফরিদপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ফরিদপুরে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম মাহফুজ শেখ(৪০)।
রবিবার সকাল ১০ টায় সালথা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পিবিআই ফরিদপুর জেলা ইউনিট।
গ্রেপ্তার মাহফুজ শেখ সালথা থানার সোনাতনদীর কালু শেখের ছেলে। তিনি তিন বছর যাবৎ পলাতক ছিলেন।
পিবিআই সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক শাহিনুর রেজা, মো. মোরাদ হোসেন, শ্রী বিলাস দত্ত, শ্রীটি টু মন্ডলসহ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পরে আসামিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাহফুজ শেখ সেখানকার হেলার ঠাকুরের ছেলে ইদ্রিস ঠাকুর হত্যা মামলার আসামি।
(ঢাকাটাইমস/০৪জুন/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন