শিমুল হত্যা: মেয়র মিরুর ভাই জামিনে মুক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৪:৫৫

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার অন্যতম আসামি হাবিবুল হক মিন্টু জামিনে ছাড়া পেয়েছেন। মিন্টু সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি। তিনি প্রধান আসামি শাহজাদপুরের আলোচিত মেয়র হালিমুল হক মিরুর ভাই।

গত ২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিন্টুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। রবিবার সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেই জামিনাদেশ দাখিল করা হয়। পরে বিকালে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন বলে জেলা কারা তত্ত্বাবধায়ক আল-মামুন জানান।

গত ২ ফেব্রয়ারি সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হওয়ার সময় মেয়র মিরুর লাইসেন্সকৃত শটগানের পাশাপাশি মিন্টু তার অবৈধ পাইপগান দিয়ে গুলি ছোড়েন। যেটি মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী গত ৭ মার্চ মেয়রের বাড়ির পেছনের ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।

এ মামলার প্রধান আসামি মেয়র মিরু চিকিৎসকের পরামর্শে ও কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। শারীরিক নানাবিধ জটিলতার কারণে গত সপ্তাহে তাকে সিরাজগঞ্জ জেলা কারগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের মামলায় পুলিশ ২ মে মেয়র মিরু ও মিন্টুসহ ৩৮ জনের নামে শাহজাদপুর আমলি আদালতে চার্জশিট জমা দিয়েছে। তবে ৩৫ দিনেও সেই চার্জশিট আদালতে আমলে নেয়া হয়নি। আগামী ১৩ জুন শাহজাদপুর আদালতে এ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

২ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে উদ্ধার করার ঘটনায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে মেয়র মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীর সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী, মেয়র মিরু ও মিন্টু সহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ৪০/৪২ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :