আন্দোলনে নাশকতা: আলাল-সোহেলের বিচার শুরু

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:২০ | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৬:১৭

সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলসহ ২৫ জনের বিচার শুরুর আদেশ এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৭ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিনও ঠিক করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশিরের আদালতে এই অভিযোগ গঠন করা হয়।

মামলায় আলাল ও সোহেল ছাড়া অন্য আসামিরা হলেন: সুলতান সালাউদ্দিন টুকু ও শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার, আসাদুজ্জামান নেছার, সাইফুল ইসলাম, হাবিবুর রশিদ, রফিকুল আলম মজনু, আবুল মনসুর খান, কামাল আনোয়ার আহমেদ, ইয়াসিন আলী, হামিদুর রহমান, এসএম জাহাঙ্গীর, হাসান মামুন, আ ক ম মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বাবুল, ওবাইদুল হক নাসির, আবদুল মতিন, নূর সালাম, আলী রেজাউর রহমান ও সুমন।

রাষ্ট্রপক্ষ জানায়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে ২০১২ সালের ২৩ এপ্রিল রাজধানীর নয়াপল্টন এলাকায় অনাবিল পরিবহনে আগুন দেয়া হয়। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৫ অক্টোবর পল্টন থানার উপ-পরিদর্শক শফিউর রহমান আলাল ও সোহেলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার আরও বিভিন্ন মামলায় আসামি হয়ে একাধিকবার কারাগারে গেছেন আলাল ও সোহেল। তবে দুই জনই বর্তমানে জামিনে মুক্ত।

বিএনপি নেতাদের আইনজীবীরা এই মামলাটিকে বানোয়াট দাবি করলেও পুলিশ বলছে, তারা তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগ এনেছেন।

ঢাকাটাইমস/০৫জুন/আরজেড/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :