ভারতে পাচারকালে ১০ পিস সোনার বার জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৬:৩৫
অ- অ+

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ পিস সোনার বারসহ বাবুল আক্তার নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে পুটখালি গ্রামের জেলেপাড়া থেকে তাকে আটক করা হয়। বাবুল আক্তার ওই গ্রামের এবাদুল হকের ছেলে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক আলম জানান, তারা গোপনে জানতে পারেন পুটখালি জেলেপাড়া দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হচ্ছে। এ খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে তারা অভিযান চালিয়ে জেলেপাড়া থেকে বাবুল আক্তারকে আটক করা হয়। এ সময় সে বাই সাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে আটক করে দেহ তল্লাশি করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক বাবুল আক্তারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। আটক সোনার মূল্য ৩৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, ভৈরবে পথসভায় জিলানী
বর্ণাঢ্য আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত
খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা বলতে লজ্জা হয় না, ভারতকে প্রশ্ন ফারুকের
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা