কুমিল্লায় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের জিকড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৗদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের জিকড্ডা গ্রামের দৌলন (২২) ও শাকিল (২৪) ।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি পাইপ গান, ১১ রাউন্ড কারর্তুজ ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৯টি মোবাইল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওজি জানান, এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন