ভুয়া ডিগ্রি: তিন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৮:২৪

অর্থের বিনিময়ে ভুয়া পিএইচডি ডিগ্রি প্রদান করার কারণে ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি, স্টাডি ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় ও সেডস বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ বিধায় এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পিএইচডি গ্রহণ করা থেকে সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় পরামর্শ দিয়েছেন।

ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি, স্টাডি ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় ও সেডস বিশ্ববিদ্যালয় অর্থের বিনিময়ে ভুয়া পিএইচডি ডিগ্রি প্রদান করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিবন্ধন ব্যতীত বর্ণিত বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ বিধায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এসব অবৈধ প্রতিষ্ঠান থেকে টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি সনদ কিনে অনেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে প্রতারণার আশ্রয় নিচ্ছেন বলেও মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করেছে।

(ঢাকাটাইমস/০৫জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :