মিলানে পাবনা সমিতির ইফতার মাহফিল
ইতালির মিলানে বৃহত্তর পাবনা জেলা প্রবাসীদের সংগঠন পাবনা জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রবিবার স্থানীয় শাহ জালাল জামে মসজিদে ইফতার পূর্বে রমজানের তাৎপর্যের উপর বিশেষ আলোচনা করেন মাওলানা আনিসুর রহমান।
পাবনা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন উজ্জ্বল, সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক উল্লাহ খালেদ।
এছাড়া আমন্ত্রিত অতিথির পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশ সমিতির সভাপতি হান্নান মাস্টার, ঢাকা সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সিলেট সমিতির সভাপতি রুহিন আহমেদ, ঢাকা সমিতির সম্পাদক রবিন শিকদার প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বৃহত্তর ঢাকা, সিলেট, নোয়াখালীসহ সাংবাদিক, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/৫জুন/সিকে/এলএ)
মন্তব্য করুন