ইবিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫-২৯ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টায় ডিনস কমিটির এক সভায় পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।
সভায় চলতি বছরের ২৫ থেকে ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করে এই কমিটি।
প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ভর্তি পরীক্ষার সাম্ভাব্য তারিখ জানতে চেয়ে চিঠি পাঠায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি সভা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, সদস্য সচিব রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন