বরিশালে লঞ্চের আগাম টিকিটের স্লিপ জমা শুরু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৫:২২
ফাইল ছবি

ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ যাত্রীদের কাছ থেকে স্লিপ জমা নেয়া শুরু করেছে লঞ্চ কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে সুরভী লঞ্চ কতৃপক্ষ এ স্লিপ জমা নেয়া শুরু করেছে। কয়েকদিনের মধ্যে অন্য লঞ্চগুলোও শুরু করবে স্লিপ জমা নেওয়া।

এই আগাম টিকিট কেবল কেবিন এবং চেয়ারের জন্য বিক্রি করা হবে। ডেকের যাত্রীদের টিকিট লঞ্চেই কাটা হবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

৮ জুন স্লিপ জমা শেষে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত আগাম টিকিট দেয়া হবে বলে জানান সুরভী লঞ্চের কাউন্টারের দায়িত্বে থাকা রাকিব হোসেন।

ঢাকা থেকে ঈদ যাত্রায় দক্ষিণাঞ্চলের যাত্রীদের প্রথম পছন্দ থাকে লঞ্চ। প্রতি বছর ঈদে উপড়ে পড়া ভিড় থাকে নৌযানগুলোতে। বেশিরভাগ যাত্রীরাই ভাড়া পরিশোধ করেন লঞ্চে। তবে কেবিনের টিকিটের ভাড়া দিয়ে দিতে হবে আগাম টিকিট হাতে পাওয়ার আগ মুহূর্তে।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, তারা আগাম টিকিট বিক্রি শুরু করবে ১০ জুন। এই লঞ্চের টিকিট আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে দেওয়া হবে বলে জানান বেল্লাল হোসেন।

ঢাকাটাইমস/০৬জুন/টিটি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :